Apps

Picture

কুষ্টিয়া জেলা পুলিশের ইতিহাস

Picture

জেলা পুলিশের ইতিহাস

মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশে পুলিশের গৌরবোজ্জ্বল অংশগ্রহন এবং স্বাধীনতার লাল-সবুজের পতাকা অর্জনের স্বীকৃতিস্বরুপ বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশকে স্¦াধীনতা পদকে ভূষিত করেছে। মহান এই মুক্তিযুদ্ধে বান্দরবান জেলাবাসীর অংশগ্রহন, পুলিশের অংশগ্রহন ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জনের বিষয়টি অম্লান করে রাখার মানসে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রধান ফটকের সামনে নির্মাণ করা হয়েছে মহান স্বাধীনতা ভাস্কর্য ‘অর্জন”। চির অম্লান, চির গৌরব, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সম্প্রীতির এ ভাস্কর্য আগামী প্রজন্মের নিকট মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত করে রাখবে বলে আমাদের বিশ্বাস ।
সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা (ঞযব খধহফ ড়ভ ঐধৎসড়হু) কার্যক্রম এলাকাবাসীর মূল্যায়ন সন্তোষজনক। তারপরও আমরা মনে করি, আমরা কাজ শুরু করেছি মাত্র, এখনও অনেক কাজ করতে হবে। পুলিশ দায়িত্ব পালন করে যাবে। পাশাপাশি জনগণকে ভাবতে হবে। আমাদের সামর্থ্যরে কথা। শুধু পুলিশ নয় নাগরিক হিসেবে প্রতিটি মানুষেরই কর্তব্য, আইনশৃংখলা মেনে চলা, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অন্যায় এবং অসুন্দরকে প্রতিহত করা এবং প্রয়োজনে পুলিশকে সহযোগিতা করে সামাজিক শাস্তি স্থাপনে ভূমিকা রাখা। তাহলেই পুলিশ-জনগণ বন্ধুত্ব ও অংশীদারিত্বের ভিত্তিতে দুনীতি ও অপরাধমুক্ত বাংলাদেশ গড়তে সম্ভব হবে।

 
Copyright © 2023 Superintendent of police, Kushtia. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.