#কুষ্টিয়া জেলা সফর উপলক্ষে অংশীজনের সাথে মতবিনিময় সভাঅনুষ্ঠিত
অদ্য রবিবার (২৭ আগস্ট, ২০২৩ খ্রিঃ) বিকালে কুষ্টিয়া পুলিশ অফিসের সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশসহ কুষ্টিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার), অতিরিক্ত আইজিপি, ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ। প্রধান অতিথি মহোদয় কুষ্টিয়া জেলায় আগমন করলে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি মহোদয়কে কুষ্টিয়া জেলা পুলিশের একটি সুসজ্জিত পুলিশ দল বিউগল বাজিয়ে অনার গার্ড সালাম ও অভিবাদন প্রদান করেন।
মতবিনিময় সভার শুরুতে প্রধান অতিথি মহোদয়কে জেলা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রধান অতিথি মহোদয় মতবিনিময় সভায় উপস্থিত সকলের সহিত মতবিনিময় করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের শীর্ষ কর্মকর্তা বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেক্ট্রিক/প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জনাব এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম (বার), পুলিশ সুপার, কুষ্টিয়া।