Apps

Picture

কুষ্টিয়া পুলিশ লাইন্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবন দর্শনের উপর আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Picture

স্বাধীনতার মহান স্থপতি, বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে অদ্য ১৪ আগস্ট ২০২২ তারিখ (রবিবার) ১০.৩০ ঘটিকায় জেলা পুলিশ, কুষ্টিয়ার আয়োজনে পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জীবন দর্শনের উপর আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি মহোদয়সহ জেলা পুলিশের উর্দ্ধতন পুলিশ অফিসারগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবন দর্শনের উপর বক্তব্য প্রদান করেন এবং কুইজ প্রতিযোগিতায় গ্রুপ ভিত্তিক (“ক” গ্রুপ-কনস্টেবল হতে এএসআই পদমর্যাদার সকল পুলিশ সদস্য, “খ” গ্রুপ-এসআই হতে পুলিশ পরিদর্শক এবং “গ”-গ্রুপ সিভিল স্টাফ ও আউটসোর্সিং) ০৩ টি ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রে সর্বমোট ১২০ জন অংশ গ্রহনকারীদের মধ্যে ০৯ জনকে বিজয়ী ঘোষণা করেন। প্রধান অতিথি মহোদয় উক্ত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবনী সংক্রান্ত বই তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অ্যান্ড অপস্, কুষ্টিয়া, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত, জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), জনাব মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল, জনাব মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, কুষ্টিয়া এবং ডিআইও(১), জেলা বিশেষ শাখা, আরআই, কুষ্টিয়াসহ জেলা পুলিশের অফিসার ও ফোর্সগণ।

 

 
Copyright © 2023 Superintendent of police, Kushtia. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.